শুরু হয়ে গেছে প্রবাসীর দেশি গান অডিশন, তাই আর দেরি না করে এখনি অডিশন দিন যে দেশগুলো উল্লেখ করা হয়েছে সেখান থেকে । মালয়েশিয়া, দুবাই, কাতার, সৌদি আরব এবং ওমান। সম্মানিত প্রবাসী ভাইও বোনদের জন্য দারুণ সুখবর! বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুধুমাত্র প্রবাসীদের নিয়ে বংশী মিডিয়া আয়োজন করতে যাচ্ছে একটি মিউজিক্যাল রিয়েলিটি শো: প্রবাসীর দেশি গান। অডিশন এর জন্য কিভাবে গান জমা দিবেন? প্রথমে খালি কন্ঠে বাংলা যেকোনো একটি গান গেয়ে তা মোবাইল দিয়ে ভিডিও করতে হবে। ভিডিও করার সময়
আপনি কোন দেশে আছেন সে অঙ্গরাজের নাম, আপনার নাম এবং বাংলাদেশে কোন জেলায় আপনার বাড়ি সেটা বলে গানটা শুরু করতে হবে। তারপরে
হোয়াটসঅ্যাপ, ইমেইল বা ইমুর মাধ্যমে
গানটি পাঠিয়ে দিবেন আমাদের কাছে। আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার: 01975509489
ই-মেইল: probashierdeshigaan@gmail.com
সম্মানিত বিচারক মন্ডলীর যদি আপনার গান শুনে ভালো লাগে, আপনাকে যদি তারা সিলেক্ট করেন তাহলে তা আপনাকে জানিয়ে দেয়া হবে ।
অডিশন দিতে পারবেন যে দেশগুলো থেকে: মালয়েশিয়া, দুবাই, কাতার, সৌদি আরব এবং ওমান।
অডিশন রাউন্ড সিলেকশন রাউন্ড সহ তিন টা রাউন্ডে সম্মানিত বিচারকমণ্ডলী আপনাদের বিচার করবে। এই পুরো বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হবে অনলাইনের মাধ্যমে।
এরপরের রাউন্ড গুলো অনুষ্ঠিত হবে মঞ্চে, সরাসরি বিচারকদের সামনে। আপনি যে দেশে আছেন ওই দেশে অনুষ্ঠিত হবে এই রাউন্ডগুলো।
উল্লেখিত যে দেশগুলোতে অডিশন নেয়া হচ্ছে সেখানে গিয়েই পর্যায়ক্রমে বিচার কার্য পরিচালনা করবেন তারা।Bongshi Media - Musical Meality Show,Probashier Deshi Gaan
Bongshi Media - Musical Reality Show Probashier Deshi Gaan